বিদেশগামী রোগীদের ৫৩% যান রোগ নির্ণয়ের জন্য ♦♦রাখাইনের আন শহরে এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: আরাকান আর্মি ♦♦‘নির্বাচন ও নতুন দল গঠনের’ প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি ♦♦ফের আন্দোলনে নামছে বিএনপি ♦♦এবার দিল্লির স্কুলগুলোকে ‘অবৈধ বাংলাদেশিদের’ সন্তান শনাক্তের নির্দেশ ♦♦২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি’র সমমনা দল ও জোট ♦♦নির্বাচন আয়োজনের পর নিজের কাজে ফিরে যাবেন ড. ইউনূস ♦♦মেট্রোরেল যাত্রীদের সুখবর দিলো ডিএমটিসিএল কর্তৃপক্ষ ♦♦এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা গেলে পালিয়ে যেতে হয় : জামায়াত আমির ♦♦র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি : নূর খান ♦♦ফের পাকিস্তান থেকে এলো জাহাজ, এবার রয়েছে যেসব পণ্য ♦♦গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ♦♦৮ম বারের মত সিআইপি ঘোষিত হলেন কমলনগরের আবদুল করিম ♦♦ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে’- উপদেষ্টা আদিলুর রহমান খান ♦♦অ্যাস্টন ভিলা বনাম ম্যান সিটি: প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ লড়াই ♦♦সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্র জমা দেয়নি কোনো কোম্পানি ♦♦



News Details

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।


thumb

2024-12-01 06:26:55


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। ৪৯৬ ভোট পান সাবেক সভাপতি মুরসালিন নোমানী। সহসভাপতি পদে ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন গাযী আনোয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দী ওসমান গনি বাবুল পান ৫৯৫ ভোট। সাধারণ সম্মাপদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৪ ভোট পারন শাহনাজ শারমীন। ২৮৯ ভোট পান আব্দুল্লাহ আল কাফি। ৭২৩ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক নির্বাচিত হন নাদিয়া শারমিন। অপর প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল পান ৬৪৪ ভোট। ৫৫০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল হাই তুহিন। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৬ ভোট পান এম এম জসিম। ৬৮৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হন রফিক রাফি। অপর প্রতিদ্বন্দ্বী কিরন শেখ পান ৬৫৬ ভোট। ৯০৭ ভোট পেয়ে নারী সম্পাদক নির্বাচিত হন রোজিনা রোজী। অপর প্রতিদ্বন্দ্বী ফারহানা হক নীলা পান ৪০১ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন মিজান চৌধুরী। অপর প্রতিদ্বন্দ্বী মো. মহসিন হোসেন পান ৫৩৬ ভোট। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. শরীফুল ইসলাম। অপর প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মহিন পান ৫৮৪ ভোট। গতকাল শনিবার সকাল ৯টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধ্যার পর জানা যায় নির্বাচনের ফলাফল। নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী নির্বাচন করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।